নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 21-12-2024

নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

তিন সন্তানের জননীকে তার প্রেমিকের সঙ্গেই বিয়ে দিলেন এক স্বামী। এমনকি স্বামী নিজেই সেই বিয়ের আয়োজনও করেছেন।

বাস্তবের এই ঘটনা যেন বলিউড সিনেমাকেও হার মানিয়েছে! ভারতের বিহারের এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিহারের সাহারসার এই নারী ১২ বছর আগে প্রেম করে বিয়ে করেন এক যুবককে। দীর্ঘ এক যুগ সংসার করার পর নতুন করে প্রেমে পড়েন এবং স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তিন সন্তানের এই জননী। তার এই প্রেমিক নিজেও একজন দুই সন্তানের বাবা। 

স্থানীয় সংবাদ মাধ্যম জাগরণের রিপোর্ট অনুযায়ী, এই নারীর স্বামী কেবল তার নতুন সম্পর্ককে মেনে নিয়েছেন তা-ই নয়, তাদের বিয়ের আয়োজনও করেছেন।

আর সমস্ত ঘটনাটি একটি ভিডিওতে ধারণ করা হয়, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ‘Ghar Ke Kalesh’ নামে একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই নারীর প্রেমিক তার কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, যা তাদের বিয়ের প্রতীক। এ সময় নারীর সাবেক স্বামীও সেখানে উপস্থিত ছিলেন এবং তাকে বলতে শোনা যায় যে, ‘ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটা নতুন দম্পতির দায়িত্ব, তার নয়’।

অস্বাভাবিক এই ঘটনাটি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ প্রথম স্বামীর পরিপক্কতার প্রশংসা করেছেন। আবার কেউ সমসাময়িক সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্নও তুলেছেন।

আসলে, এ ধরনের ঘটনা আধুনিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]