মোহনপুরে এসিডি'র আয়োজনে তথ্য প্রাপ্তি ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক আলোচনা সভা


মোহনপুর প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 20-12-2024

মোহনপুরে এসিডি'র আয়োজনে তথ্য প্রাপ্তি ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক আলোচনা সভা

রাজশাহীর মোহনপুরে এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজনে, দ্যা কার্টার সেন্টারের কারিগরি সহযোগিতায় ইউএসএআইডি' অর্থায়নে তথ্য অধিকার আইন ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ হলরুম এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজন কারিগরি সহযোগিতায় দ্যা কার্টার সেন্টার ও আর্থিক সহযোগিতায় ইউএসএআইডি।উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প, তথ্য অধিকার আইন ২০০৯ প্রচারণা ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক আলোচনা সভায়।

উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) রশিদা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, সমাজ সেবা অফিসার ইমাম হাসান শামিম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মোঃ রবিউল ইসলাম, আইসিটি অফিসার শাহিদা খাতুন, মোহনপুর সরকারি কলেজ সহাকারী অধ্যাপক মোঃ আসাদ আলী (অবঃ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহকারী এক্সটেশন অফিসার মোঃ আব্দুল মতিন, মৎস অফিস সহকারী আরকে রতন, মাধ্যমিক শিক্ষা অফিস হিসাব রক্ষক মোঃ আলতাফ হোসেন, মহিলা বিষয়ক অফিস সহকারী এসিডি প্রজেক্ট কো-অর্ডিনেটর সুব্রত পাল।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]