রাণীশংকৈলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের বেদীতে জুতা পরে হিরো আলমের টিকটক ভিডিও ! এলাকায় তোলপাড়


হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 20-12-2024

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের বেদীতে জুতা পরে হিরো আলমের টিকটক ভিডিও ! এলাকায় তোলপাড়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় অনুষ্ঠান করতে এসে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি।

এদিন বিকেলে খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভের বেদীর উপর জুতা পরে তারা একটি বিনোদনমূলক টিকটক ভিডিও তৈরি করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটিক ভিডিওটি তাদের মোবাইলে ধারন করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনা জানাজানি হলে এলাকার জনগণের মাঝে এনিয়ে তীব্র বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা

শহীদদের প্রতি চরম অবমাননা এবং এটি বরদাস্ত করা যায় না। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে অবগত করবো। এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যে হিরো আলম  আমাদের সার্কাসে রাতের শো করে চলে গেছেন। রাত ১১ টায় সংশ্লিষ্ট  রাজমনি সার্কাসের ম্যানেজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, বিষয়টি আমি শুনেছি, উর্ধ্বনত কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি অত্যান্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]