শাহজাদপুরে মোবাইল ছিনিয়ে নিতে না পেরে শিক্ষককে হত্যা চেষ্টা


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 20-12-2024

শাহজাদপুরে মোবাইল ছিনিয়ে নিতে না পেরে শিক্ষককে হত্যা চেষ্টা

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোবাইল ফোন ছিনিয়ে নিতে না পেরে শিক্ষক রঞ্জন সরকারকে (২৮) দূর্বৃত্তরা মারপিট করে বালুর স্তুপে মাথা পুঁতে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রঞ্জন সরকার উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাজারঘাটিপাড়া গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে ও ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের খন্ডকালিন প্রভাষক।

এ বিষয়ে প্রভাষক রঞ্জন সরকার বলেন, ঘটনার সময় তিনি তালগাছি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে পৌছালে সড়কে দাড়িয়ে থাকা মশিপুর এলাকার জাকারিয়া হোসেন (২০), আরাফাত (২১), আসিফ হোসেন(২০) ও সজিব হাসান (১৯) নামের ৪ যুবক আমার গতিরোধ করে বলে আমাদের মোবাইলে টাকা নাই। আপনার ফোনটি একটু দেন কথা বলব। আমি সরল মনে তাদের হাতে আমার ফোনটি দেই। এরপর কথা শেষ করে আমার ফোন ফেরত দিতে অস্বীকার করে আমি ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে তারা আমাকে বেধরক মারপিট করে মোবাইল ফোন ফেরত পেতে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।

তিনি আরও বলেন, আমি চাঁদা দিতে অস্বীকার করে ফোন ফেরত নেওয়ার চেষ্টা করলে তারা আমার গায়ের চাঁদর গলায় পেচিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে ও মারপিট কিল ঘুষি মারতে থাকে। এতে আমি পাশের বালুর স্তুপের উপর পড়ে গেলে তারা পা দিয়ে আমার মাথা বালুর স্তুপে পুঁতে আমাকে হত্যার চেষ্টা করে। আমি তখন প্রাণ বাঁচাতে সর্বশক্তি দিয়ে বালুর স্তুপের মধ্যে থেকে মাথা একটু উচু করে স্বজোড়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সবাই চরম আতংকের মধ্যে রয়েছি। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠ্যু বিচার চাই।

এ বিষয়ে প্রভাষক রঞ্জন সরকারের মা পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিপ্রা রাণী সরকার বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় ওই বখাটে দূর্বৃত্তরা বিনা অপরাধে আমার ছেলেকে একলা পথে পেয়ে প্রথমে তার মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। আমার ছেলে তা দিতে অস্বীকার করায় তারা পা দিয়ে আমার ছেলে মাথা বালুর স্তুপের মধ্যে পুঁতে হত্যার চেষ্টা করে। সে যদি চিৎকার দিতে না পারতো তবে তারা আমার ছেলেকে হত্যা করে ওই বালুর স্তুপে পুঁতে রাখতো। অল্পের জন্য আমার ছেলে প্রাণে বেঁচে গেছে। কিন্তু আবারও হামলার আশংকায় আমরা আতংকগ্রস্ত হয়ে পড়েছি। আমি এর সুষ্ঠ্যু বিচার চাই।  

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী রঞ্জন সরকার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]