রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের হামলার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতারের পর তাদের শাস্তির আওতায় না এনে জামিন দেয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রুয়েট প্রশাসন।
রুয়েটের ছাত্র-কল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল বলেন, ১৬ ডিসেম্বর নগরীর পদ্মা আবাসিক এলাকার হজোর মোড়ে দোকানী ও জের ধরে স্থানীয় কিছু মানুষ দফায় দফায় রুয়েটের ছাত্রদের উপর হামলা চালায়। এতে রুয়েটের ১৫ শিক্ষার্থী আহত হয়। তার মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক সহযোগী অধ্যাপত ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদও রয়েছেন। রুয়েট শিক্ষার্থীদের হামলার ঘটনা চন্দ্রিমা থানায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের পর দু’জন আসামীকে গ্রেফতার করা হয়। কিন্তু আসামীদের বিচারের জন্য কারাগারে না পাঠিয়ে গতকাল বুধবার জামিন দেয়া হয়। এরফলে রুয়েটের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে এবং রুয়েট প্রশাসন ও শিক্ষকদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রুয়েটের শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালিয়ে আহত করার ঘটনা অত্যন্ত ন্যাকারজনক। রুয়েটের পক্ষ থেকে এই হামলার ঘটনায় মামলা দায়েরের পর মাত্র দুই জনকে গ্রেফতার করার পরেও তাদের শাস্তির আওতায় না এনে জামিন দেয়ার বিষয়টি অত্যন্ত দূ:খজনক। তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই হামালার ঘটনায় আসামীদের দ্রæত গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হলে, পরবর্তীতে কোন অপ্রিতীকর ঘটনা সংঘটিত হলে পুলিশ প্রশাসনকে এর দায়ভার গ্রহণ করতে হবে।