নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী সাড়াদান কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত


গিয়াস উদ্দিন রনি (নোয়াখালী প্রতিনিধি): , আপডেট করা হয়েছে : 19-12-2024

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী সাড়াদান কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত

নোয়াখালী সদর উপজেলা পরিষদের সভা কক্ষে বুধবার ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন- ইপসার আয়োজনে পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী সাড়াদান কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনূর জাহান নীলা বলেন, নোয়াখালী জেলায় বন্যায় পূর্নবাসন কর্মসূচির প্রথম কাজ শুরু করে ইপসা। ইপসা মানুষকে যেভাবে সহায়তা করেছে, পাশে থেকেছে, আশাকরি আগামীতে এভাবেই মানুষের পাশেই থাকবে। তবে পূর্নবাসনে কৃষি খাতে অনেক প্রণোদনা থাকলেও মৎস্যখাতে কাজ করার জন্য সকলে এগিয়ে আসতে হবে। 

সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মানস মন্ডল, সেভ দ্য চিলড্রেনের ইমার্জেন্সী ফ্লাশ ফ্লাড রেসপন্স অফিসার মো: আবদুল বাতেন, ইপসা বিজিডি- এইচ এফ ফ্ল্যাশ ফ্লাড রেসপন্স প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী আবু সাঈদ বুলবুল, এভিসিবি-৩ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাছিমা মুন্নি ও জোছনারা বেগম, ইউপি সদস্য রৌওশন আক্তার লাকী, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুবর্না আক্তার, স্কুল শিক্ষক শাহেদা পারভীন, এলজিইডি এর এডভোকেসি কাউন্সিলর ফৌজয়া নাজনীন,  হ্যালো উইমেন এর সদস্যবৃন্দ।

উল্লেখ্য, প্রকল্প এলাকা কাদের হানিফ এবং অশ্বদিয়া ইউনিয়নে ২৫০ টি পরিবারকে 'শর্ত যুক্ত গৃহ সংস্কারের সহায়তায় দশ পরিবারে দশ হাজার টাকা করে, কিচেন কিট একশত বিশ পরিবারে এবং শর্তহীন ছয় হাজার টাকা করে একশত বিশ পরিবারে তিনটি' ক্যাটাগরিতে বিভিন্ন জরুরি সেবা প্রদান করা হয়। যা বিজিডি মনসুন ফ্লাস ফ্লাড রেসপন ২০২৪  (এইচ ২০০কে) এর আওতায় ছিলো।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]