রেস্তোরাঁর বাইরে নতুন লুকে ঝড় তুললেন সুহানা


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 15-12-2024

রেস্তোরাঁর বাইরে নতুন লুকে ঝড় তুললেন সুহানা

মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে গাড়ি থেকে নেমে পাপারাজ্জিদের জন্য পোজ দিলেন শাহরুখকন্যা সুহানা খান। চুলে হালকা কার্ল ও ঝলমলে মেকআপে পাওয়া গেল ‘দ্য আর্চিস’ তারকাকে। তার পোশাকে শিমারি ইফেক্ট ছিল। 

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, কালো রঙের মিনি ড্রেস। কাঁধে সরু স্ট্র্যাপ। পোশাকের সঙ্গে মানানসই উঁচু হিলের জুতা। হাতে সোনালি ডিজাইনার ব্যাগ। এই বেশভূষায় মুম্বাইয়ের এক তারকাখচিত ইভেন্টে ক্যামেরার সামনে ধরা পড়লেন সুহানা খান। 

তারকা কন্যার ফ্যাশন স্টেটমেন্ট হোক কিংবা প্রেমজীবন— সবকিছুতেই আলোচনা তুঙ্গে। স্টাইলের ক্ষেত্রেও মা গৌরী খানকে ফলো করেন সুহানা খান। পোশাকের ব্যাপারেও খুবই সতর্ক তিনি। সুহানা খান একটি বডিকন কালো পোশাক পরে মুম্বাইয়ে বেরিয়েছিলেন। যার মধ্যে অনেকেই নব্বইয়ের দশকের ছোঁয়া খুঁজে পেয়েছেন। সুহানার হাতের মূল্যবান ধাতব ব্যাগ তার পার্টি ফ্যাশনকে নিখুঁত করে তুলেছিল। 

সুহানা যে ক্রিস্টাল মিনি ড্রেস পরেছেন, তা ইতালির জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ভার্সাচের। ডিজাইনার লেবেলের ওয়েবসাইটের মতে, ভারতীয় মুদ্রায় এই পোশাকের মূল্য ৪ লাখ ২১ হাজার ৬০০ টাকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা। এই স্লিভলেস মিনি ড্রেসটির নেকলাইন, পোশাকের টোনাল ক্রিস্টাল অলংকরণ এবং কাঁধের অভিনব স্ট্র্যাপগুলো নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। 

সুহানার ব্যাগও আলাদাভাবে নজর কেড়েছে। তার হাতে ছিল ভ্যালেন্টিনো গারাভানি ব্র্যান্ডের স্মল লোকো শোল্ডার ব্যাগ। ধাতব এই ব্যাগের মূল্য ২ লাখ টাকা। বাবার যেমন নামিদামি হাতঘড়ি কালেকশন রয়েছে, তেমনই বহুমূল্যবান ব্যাগ সংগ্রহের প্রতি আগ্রহ রয়েছে সুহানা খানের। কিন্তু সুহানাকে যে এই প্রথম বহুমূল্যবান পোশাকে দেখা গেল, তা এমন নয়। এর আগেও বহুবার নামি ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে বহুমূল্যবান হ্যান্ডব্যাগ ব্যবহার করতে দেখা গেছে শাহরুখকন্যাকে। 

পাশাপাশি সাসটেইনেবল ফ্যাশনও প্রোমোট করেন সুহানা খান। অনেক সময়ই মায়ের আলমারি থেকে শাড়ি বের করে নিজের মতো করে সেটি স্টাইল করেন শাহরুখকন্যা। 

উল্লেখ্য, জোয়া আখতারের দ্য আর্চিসের সঙ্গে অভিনয় ক্যারিয়ার শুরু করেছেন সুহানা  খান। এই ছবির সেটেই বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে মন দিয়েছেন অভিনেত্রী। এ ছাড়া আগামীতে সুজয় ঘোষের 'কিং' ছবিতে দেখা যাবে সুহানাকে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যার। এ ছবিতে সুহানার সঙ্গী তার বাবা বলিউড বাদশাহ। থাকছেন অভিষেক বচ্চনও। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]