পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদকে প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ভাঙ্গুড়া থানা-পুলিশ পৌরশহরের চৌবাড়িয়া হারোপাড়ার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ জানায়, সাবেক কাউন্সিলর সুলতান কিশোরগঞ্জের আদালতে দায়ের করা একটি প্রতারণার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে পৌরশহরের চৌবাড়িয়া হারোপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান , সুলতান এক সময় গাজীপুরের একটি গরুর খামারে রাখালের কাজ করতেন। পরে এলাকায় এসে তিনি অনলাইনে গরুর ব্যবসা শুরু করেন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। এতে খুব অল্প সময়ের মধ্যে তিনি কোটি কোটি টাকার মালিক বনে যান। এলাকায় প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন বিলাসবহুল বাড়ি।
এছাড়াও সাবেক এমপি মকবুল হোসেন ও তার পুত্র গোলাম হাসনাইন রাসেলের আস্থাভাজন হওয়ায় ২০২১ সালে সুলতান আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর নির্বাচিত হন।
ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি সুলতানকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।