কাটা মাথা উদ্ধারের পরদিন মহিলার আরও দেহাংশ মিলল! জামাইবাবু গ্রেফতার


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 14-12-2024

কাটা মাথা উদ্ধারের পরদিন মহিলার আরও দেহাংশ মিলল! জামাইবাবু গ্রেফতার

শুক্রবার উদ্ধার হয়েছিল প্লাস্টিকে মোড়ানো অবস্থায় গৃহবধূর কাটা মাথা। শনিবার মিলল আরও দেহাংশ। কলকাতার গল্ফগ্রিনের ওই ঘটনায় ইতিমধ্যেই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর,  জেরার মুখে গৃহবধূকে খুনের কথা স্বীকার করেছেন তার স্বামী আতিউর লস্কর

শনিবার দীর্ঘ জেরার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি, জেরার মুখে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মহিলার বাকি দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে শ্যালিকাকে কেন খুন করলেন ওই ব্যক্তি, তা জানতে এখনও তদন্ত চলছে। মৃতার সঙ্গে অভিযুক্তের সম্পর্ক ঠিক কী রকম ছিল, সম্পর্কের টানাপড়েনের জেরেই মহিলাকে খুন হতে হল কি না, সে সবও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার রাতেই মৃতার নাম, পরিচয় জানতে পারে পুলিশ। জানা গিয়েছে, মহিলার নাম খাদেজা বিবি। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ছিলেন। তদন্তের স্বার্থে রাতেই বিশেষ তদন্তকারী দল (সিট) গড়া হয়। খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। এর পরেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকায় একটি বহুতল আবাসনের পিছনে আবর্জনার স্তূপ থেকে ওই মহিলার কাটা মাথা উদ্ধার হয়েছিল। প্লাস্টিকে মুড়ে রাখা ছিল মাথাটি। খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিয়ে আসা হয় পুলিশের ডগ স্কোয়াড। এর পর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘স্নিফার ডগ’ নিয়ে নিকটবর্তী একটি আবাসনেও যান তদন্তকারীরা। আবাসনের বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]