যৌবনকালের ইবাদত নিয়ে যা বললেন আজহারী


ধর্ম ডেস্ক: , আপডেট করা হয়েছে : 14-12-2024

যৌবনকালের ইবাদত নিয়ে যা বললেন আজহারী

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, যৌবনকালের ইবাদতকে লাভজনক একটি ইনভেস্টমেন্ট (বিনিয়োগ)। শুক্রবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক ভিডিওতে যৌবনকালের ইবাদতের গুরুত্বকে এভাবেই তুলে ধরেন তিনি।

মাওলানা মিজানুর রহমান তার ওই ভিডিওতে বলেন, যৌবনকালে আল্লাহ তায়ালার দাসত্ব, ইবাদত করতে পারলে বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলেও আল্লাহ তায়ালা আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন।

তিনি বলেন, বৃদ্ধ বয়সে কোমরে ব্যথা, ডায়াবেটিস বা কোনো কারণে ফজরে উঠতে পারছেন না, আল্লাহ বলবেন, যুবক অবস্থায় কি করেছে তা দেখো। ওই সময় যা করেছে তা লিখে দাও আমলনামায়। এজন্য আল্লাহর রাসূল সা. যৌবনকালকে কাজে লাগাতে বলেছেন।

রাসূল সা. পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন। এরমধ্যে একটি হচ্ছে, যৌবনকাল। তিনি বলেছেন— তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও। গরিব হওয়ার আগে সম্পদকে কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এজন্য যৌবনকালকে কাজে লাগাতে হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]