সাকিবের হারানো সিংহাসন দখলের খুব কাছে মিরাজ


ক্রিড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 12-12-2024

সাকিবের হারানো সিংহাসন দখলের খুব কাছে মিরাজ

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার কীর্তি শুধু সাকিব আল হাসানের। একসময় তিন সংস্করণেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের পথে আরও এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ।

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের অবস্থান এখন দুই নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স দিয়ে বুধবার ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছেন মিরাজ।

মিরাজের রেটিং পয়েন্ট ২৮৪। শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা (৪১৫)। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে মিরাজের আদর্শ সাকিব।

এদিকে টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে সতীর্থ জো রুটকে (৮৯৭) সিংহাসনচ্যুত করে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (৮৯৮)।

দুজনের মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্ট। এছাড়া অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ছয় ধাপ এগিয়ে পাঁচে ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা তিন ধাপ এগিয়ে সাতে উঠেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]