মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান


নিজস্ব প্রতিবেদক: , আপডেট করা হয়েছে : 12-12-2024

মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করতে হবে। মঞ্জুরুল হকের ৩৩ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় বক্তারা এ আহব্বান জানান।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক মঞ্জুরুল হক নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেছেন এবং লুটপাট দুর্নীতির বিরুদ্ধে লেখনির মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করেছেন ‌। তার হাত দিয়ে উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় অসংখ্য সাংবাদিক তৈরি হয়েছে। তারা আজ জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করছেন‌।

রাজশাহীতে আজ মঞ্জুরুল হকের মত সাংবাদিকের অভাব বিরাজ করছে এবং তাঁকে অনুসরণ করে তরুণ সাংবাদিকরা এগিয়ে যাবেন বলে আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। 

আলোচনা সভায় অংশগ্রহণ করেন , সাংবাদিক মঞ্জুরুল হকের ছোট ভাই মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম আব্দুল মুগনী নীরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, বীমা কর্মী অ্যাড. হুমায়ন কবির পিন্টু, সাংবাদিক মোজাম্মেল বাবু, রাজীব আলী, মো. আল আমীন হোসেন, শহীদ পরিবারের সদস্য হাসানি, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য ইকবাল হাসান (টাইগার) প্রমুখ।

আলোচনা সভার শুরুতে সাংবাদিক মঞ্জুরুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]