চিন্ময়ের গ্রেপ্তার বেআইনি- এমন কোনো মন্তব্য করেননি তুলসী গ্যাবার্ড


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 08-12-2024

চিন্ময়ের গ্রেপ্তার বেআইনি- এমন কোনো মন্তব্য করেননি তুলসী গ্যাবার্ড

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ইসকনের বহিষ্কৃত নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। ফেসবুকে দাবি করা হচ্ছে, তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের সাবেক সদস্য তুলসী গ্যাবার্ড।

তবে বাংলাদেশি ফ্যাক্টচেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ তাদের অনুসন্ধানে দেখেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত গোয়েন্দা প্রধান তুলসী।

ওই দাবিটির সত্যতা যাচাইয়ে তুলসী গ্যাবার্ডের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার), ফেসবুক পেজ, ওয়েবসাইটে খুঁজে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে তুলসীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাই ফেসবুকে ছড়িয়ে পড়া মন্তব্যটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে বাংলাদেশের বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেও চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে তুলসী গ্যাবার্ড কোনো মন্তব্য করেছেন বলে তথ্য পায়নি ফ্যাক্টওয়াচ। পরে আরও খুঁজে বাংলাদেশের নিউজ পোর্টাল বিডি নিউজ২৪-এ গত বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে চিন্ময় কৃষ্ণ দাস ও তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গ পাওয়া যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, গত মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিয়ে কথা বলেন।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর সহিসংতার বিষয়ে এক প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, ‘প্রতিটি সরকার, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে আমরা এ বিষয়ে একই অবস্থানে আছি। আমাদের অবস্থান স্পষ্ট- মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানাতে হবে; ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান জানাতে হবে।’

ব্রিফিংয়ে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে নিয়ে আরেকটি প্রশ্ন করা হয়। চিন্ময় দাশকে ইসকন নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডও ওই সংগঠনের সদস্য।

এরপর প্রশ্নকারী বলেন, ‘চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেপ্তার ও জেলে পাঠানো হয়েছে এবং তার আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর কারণে তার পক্ষে কেউ দাঁড়াতে রাজি হচ্ছেন না। এক্ষেত্রে আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন?’

উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য আমার কাছে নেই। তবে যারা গ্রেপ্তার আছেন তারাও যাতে যথাযথ প্রতিনিধিত্ব দিতে সক্ষম হন এবং তাদের সঙ্গে মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার মেনে আচরণ করতে হবে, সে বিষয়ে আমরা জোর ও চাপ দিয়ে যাব।’

অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে তুলসী গ্যাবার্ড কোনো মন্তব্য করেননি, বরং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়ে তুলসী গ্যাবার্ডকে আনা হয়। এই প্রশ্নের সূত্রেই পরে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে।

সার্বিক বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]