রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টায় বাগমারা থানাধীন সুলতানপুর এলাকা থেকে এসকল অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অসএস্ত্রর মধ্যে রয়েছে: চাইনিজ কুড়াল -১৯ টি, ধারালো হাসুয়া -১৮ টি, ধারালো কুড়াল-৫টি, ধারালো বড় ছুরি- ৮টি, আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান- ৪টি, চাইনিজ রাইফেলের গুলি- ২ রাউন্ড, শর্টগানের রাবার বুলেট -১ রাউন্ড এবং হাত বোমা ও ককটেল তৈরীর কাজে ব্যবহৃত বিস্ফোরকদ্রব্য গান পাউডার -৪ কেজি ১৫০ গ্রাম।
শুক্রবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারেন, রাজশাহীর বাগমারা থানাধীন সুলতানপুর গ্রামে কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রæপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়ীতে ফেলে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায় , উদ্ধারকৃত বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বি-শৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল। সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।