লালপুরে সম্পা হত্যা বিচারের দাবীতে থানা ঘেরাও, বিক্ষোভ ও মানবন্ধন


লালপুর(নাটোর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 05-12-2024

লালপুরে সম্পা হত্যা বিচারের দাবীতে থানা ঘেরাও, বিক্ষোভ ও মানবন্ধন

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া এলাকায় সম্পা বেগম(২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে বুধবার দুপুরে লালপুর থানা ঘেরাও সহ বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছেন ওই গৃহবধূর স্বজনরা এবং স্থানীরা। 

প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লালপুর-বাঘা সড়কের যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা বলেন সম্পার মরদেহ ওড়না দিয়ে ঘরে ফ্যানের সাথে জড়িয়ে রেখে তার মৃত্যুর নাটক সাজানো হয়েছে। ২ ডিসেম্বর দুড়দুড়িয়া গ্রাামে সুমনের বাড়ীতে সম্পার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে। 

বুধবার বিকেলে সরজমিনে দুড়দুড়িয়া গ্রামে সুমনের বাড়ীতে গিয়ে সুমন সহ পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে সুমনের বাড়ীর সামনের গেটে তালা ঝুলানো দেখা গেছে। কিন্তু বাড়ীর পেছনের দরজা খোলা ছিলো। এবং সুমনের বাড়ীতে একজন নারী ছিলেন। সে বলেন আমি সুমনের প্রতিবেশি। তারা কেউ বাড়ীতে নেই। 

সম্পার মৃত্যুর ঘটনায় তার মা রোজিনা বেগম বলেন,আমার মেয়ে আত্মহত্যা করেনি। মেয়ের শশুর বাড়ীর লোকজন নির্যাতন করে পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করেছে। এঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

এবিষয়ে লালপুর থানার ওসি(তদন্ত)রফিকুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠোনো হয়েছিল। ময়না তদন্তর রিপোর্ট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]