প্রাক্তন প্রেমিককে ‘জ্যান্ত পুড়িয়ে’ দিলেন নার্গিস ফকরির বোন আলিয়া!


তামান্না হাবিব নিশু , আপডেট করা হয়েছে : 03-12-2024

প্রাক্তন প্রেমিককে ‘জ্যান্ত পুড়িয়ে’ দিলেন নার্গিস ফকরির বোন আলিয়া!

প্রাক্তন প্রেমিক ও তাঁর বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ভারতীয় অভিনেত্রী নার্গিস ফকরির বোন আলিয়া ফকরির বিরুদ্ধে। নিউ ইয়র্কে গত মাসে এমন একটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে আলিয়াকে।

জানা গিয়েছে, বছর ৪৩–এর আলিয়া আদতে আমেরিকার বাসিন্দা। নিউইয়র্কের কুইনস এলাকাতেই তাঁর জন্ম। সেখানেই থাকতেন তিনি। বছর আটেকের ছোট এডওয়ার্ড জ্যাকব্‌স নামে এক তরুণের সঙ্গে দীর্ঘ দিন ধরেই সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু বিষয়টি মানতে পারছিলেন না আলিয়া।

অভিযোগ, প্রাক্তন প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়ে ওঠেন আলিয়া। গত ২ নভেম্বর জ্যাকব্‌সের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তাঁর বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও।

এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সে দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাড়িতে ঢুকে আসেন আলিয়া। চিৎকার করে বলতে শুরু করেন “আজ তোমাকে মরতেই হবে।” জ্যাকব্‌সের বাড়িতে উপস্থিত ওই ব্যক্তির দাবি তিনি আলিয়াকে জানিয়েছিলেন, জ্যাকব্‌স ঘুমোচ্ছেন। কিন্তু সে কথায় কর্ণপাত করেননি আলিয়া। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশী এক মহিলাও বেরিয়ে আসেন।

তত ক্ষণে বাড়িতে আগুন লাগিয়ে ফেলেছেন আলিয়া। প্রতিবেশী ও বন্ধুরা এসে জ্যাকব্‌স ও তাঁর প্রেমিকাকে উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে দু’জনের।

জ্যাকব্সের মায়ের দাবি, সম্পর্ক ভেঙে যাওয়ার পরও নানা অজুহাতে তাঁর ছেলের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। নিয়মিত হুমকিও দিতেন। এ দিকে আলিয়ার মা জানিয়েছেন, তাঁর মেয়ে নির্দোষ। অত্যন্ত ভাল মনের একজন মানুষ। এমন কাজ নাকি তিনি করতেই পারেন না!

‘রকস্টার’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ নার্গিস ফকরির। তার পর একে একে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’, ‘আজহার’-এর মতো ছবিতে দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী। কিন্তু, অভিনয় কেরিয়ারে যে বিরাট সাফল্য পেয়েছেন, এমনটা নয়। তাই মাঝে আমেরিকায় ফিরে যান। এ বার সেখানে ফিরে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়লেন অভিনেত্রী!


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]