রাজশাহীতে ক্যাবের উদ্যোগে জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান


নিজস্ব প্রতিবেদক: , আপডেট করা হয়েছে : 03-12-2024

রাজশাহীতে ক্যাবের উদ্যোগে জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান

অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতার এর নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন এর  নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান, ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, ক্যাব রাজশাহীর সহ-সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ হেমব্রম,  ক্যাব রাজশাহীর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি অম্লান অনিরূদ্ধা, ক্যাব রাজশাহীর সদস্য মোহনা, ক্যাব মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার, ক্যাব রাজশাহী ইয়ুথ শাখার সভাপতি জুলফিকার আলী, ক্যাবের দফতর সম্পাদক রওশন ইসলাম, ক্যাব রাজশাহী ইয়ুথ শাখার সদস্য ফাহমিদা ইয়াসমিন মুন, সদস্য শেখ সুমন।

উল্লেখ্য, স্মারকলিপিতে আট দফা দাবি উত্থাপন করা হয়। আটটি দাবির মধ্য রয়েছে- অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, বাজার অভিযান বৃদ্ধি করতে হবে, টিসিবির ট্রাক সেল বাড়াতে হবে, ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোর ভাবে আইনের আওতায় আনতে হবে, ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করতে হবে, সরকার এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে এর সংখ্যা দেড় কোটি করতে হবে, আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]