এ দেশ আমাদের, আমরা কোথাও পালিয়ে যাবো না: জামায়াত আমীর


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 01-12-2024

এ দেশ আমাদের, আমরা কোথাও পালিয়ে যাবো না: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে সরকারে দেখতে চাই না। বৈষম্যমুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই।পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে চাই। শনিবার দুপুরে তিনি লোহাগড়া উপজেলার লক্ষিপাশা চৌরাস্তায় লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় বক্তৃতা কালে একথা বলেন।

তিনি আরো বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দিনশেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারন মানুষের কোন ভাগ্যবদল হয়নি। আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই।যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমীর জাকির হোসেন বিশ^াস, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবদুল্লাহ আমিন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]