ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত; আহত ২০


রাণীশংকৈল(ঠাকুরগাঁও) সংবাদদাতা: , আপডেট করা হয়েছে : 28-11-2024

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত; আহত ২০

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমিদখল নিয়ে আদিবাসি ও স্থানীয় ভূমিহীন দু’পক্ষের সংঘর্ষে কানদন সরেন হাসদা (৫০) নামে এক আদিবাসি মারা গেছেন। বুধবার ২৭ নভেম্বর দুপুরে উপজেলার কারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফুল জানান, দামোল গ্রামের আদিবাসি বুধু হাসদা গং তাদের দাবিকৃত পৈত্রিক সম্পত্তি দখল নেয়ার জন্য বিরোধপুর্ণ জমিতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় আদিবাসিদের ছোঁড়া তীরে কয়েকজন তীরবিদ্ধ হন। সংঘর্ষে গুরুতর আহত হয়ে কানদন সরেন ঘটনাস্থলেই মারা যান।। এ ঘটনায় দু'পক্ষের অন্তত ২০ জন আহত হন। নিহত কানদন সরেন উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষী হাসদা, শনিরাম হাসদা, পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো. শফি, ইসমাইল ও অন্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে আদিবাসি সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মাণ করছিল। এসময় এলাকার স্থানীয় ভূমিহীনরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষ বাঁধলে কানদন সরেন ঘটনাস্থলেই নিহত হন এবং উভয়পক্ষে আরো অন্তত ২০জন আহত হয়।

ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী বলেন, আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল। এদিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই আদিবাসি ব্যক্তি মারা যান। হরিপুর থানার অফিসার ইনচার্জ আরো জানান, জমি নিয়ে বিরোধে আদিবাসি নিহত এবং আহতদের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]