ইমরান খানের সমর্থকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 26-11-2024

ইমরান খানের সমর্থকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে প্রতিবাদী মিছিল ইসলামাবাদের দিকে রওনা হয়েছে।সরকার কর্তৃক "রেড জোন" হিসেবে চিহ্নিত এলাকায় যাওয়া মাত্রই সমর্থকদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।প্রতিবাদী মিছিলটি ইমরান খানের ডাকে সংগঠিত হয়েছে,যেখানে তিনি সমর্থকদের সরকার তাদের দাবি পূরণ না করা পর্যন্ত রাজধানীতে অবস্থান নিতে আহ্বান করেছেন।

গত রবিবার থেকে শুরু হওয়া এই মিছিলের উদ্দেশ্য ছিল ইমরান খানকে মুক্ত করার দাবি জানানো।ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এবং তিনি বর্তমানে তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন,যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।প্রতিবাদকারীরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমেছে।

ইসলামাবাদ শহরকে কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দিয়েছে।পুলিশ ইতোমধ্যেই বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং শতাধিককে সমর্থককে আটক করেছে।প্রতিবাদী মিছিলে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও নেতৃত্ব দিচ্ছেন।

বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুললেও,সরকারের কঠোর পদক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অব্যাহতভাবে প্রতিবাদ দমনের চেষ্টা করছে, কিন্তু ইমরান খানের সমর্থকরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। তথ্যসূত্র : বিবিসি 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]