আইপিএলে নামই তোলা হয়নি সাকিবের


ক্রিড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 26-11-2024

আইপিএলে নামই তোলা হয়নি সাকিবের

আইপিএল নিলামের দ্বিতীয় দিনটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার গল্প নিয়ে হাজির হয়েছে। সবচেয়ে বড় চমক ছিল সাকিব আল হাসানের নামই নিলামে না তোলা। আইপিএলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল ক্রিকেটারের এই ঘটনা বিস্ময় জাগিয়েছে। 

আইপিএল মঞ্চে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নাম। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতায় মাঠ কাঁপিয়েছেন তিনি। কিন্তু এবার তার নামই নিলামে তোলা হয়নি, যা ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। 

নিলামের এক্সিলারেটেড রাউন্ডে ডাক উঠেছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই অভিজ্ঞ পেসারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনের ভাগ্যও ছিল একই। তার ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে কেউ আগ্রহ দেখায়নি। 

সাকিব ছাড়াও বাংলাদেশের বাকি ক্রিকেটারদের নাম নিলামে ডাকা হয়নি। মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। 

সাকিবের মতো অনেক বড় তারকাই নিলামে দল পাননি। কিউই ব্যাটার কেন উইলিয়ামসন, ভারতীয় ব্যাটার পৃথ্বী শ, আজিঙ্কা রাহানে, ফাফ ডু প্লেসির মতো খেলোয়াড়রাও দল পাননি। 

সৌদি আরবের জেদ্দায় বসেছে এবারের আইপিএল নিলামের মঞ্চ। দুই দিনে ৫৭৭ জন খেলোয়াড় নিলামে তোলা হবে, যেখানে বিদেশিদের জন্য সুযোগ রাখা হয়েছে মাত্র ৭০ জনের। 

সাকিবের নিলামে নাম না তোলা এবং অন্য বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়া দেশের ক্রিকেটের জন্য চিন্তার বিষয়। এই অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের ভবিষ্যৎ আইপিএলে কতটা উজ্জ্বল হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]