রাজশাহীতে প্রথম আলোর অফিসে অগ্নিসংযোগ


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 26-11-2024

রাজশাহীতে প্রথম আলোর অফিসে অগ্নিসংযোগ

রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সাইনবোর্ড আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর মডেল বোয়ালিয়া থানা মোড়ে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসের সামনে আন্দোলনকারীরা ‘প্রথম আলো’ লেখা সাইনবোর্ড খুলে প্রথমে ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করে।

এসময়ে নগরীর আলুপট্টি মোড়ে আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহী ব্যানারে একটি মানববন্ধন করে পরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে বোয়ালিয়া মডেল থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে যায় এবং একটি সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেয়।

রোববার (২৪ নভেম্বর) ঢাকায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষাভ করা হয়। প্রথম আলো ও ডেইলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহোতা দাবি করা হয়। রাজধানীতে আন্দোলনরত সাধারণ জনতার ওপর প্রশাসন হামলা করেছে উল্লেখ করে এর প্রতিবাদে তারা রাজশাহীতে মানববন্ধন করেছে বলে জানায় সংগঠনটি।

রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে মানববন্ধনে বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসর প্রথম আলো ও ডেইলি স্টার বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার অন্যতম সহায়ক ছিল। শাপলা চত্বরের আগ্রাসনে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। তারা দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর প্রচার ও প্রকাশনা অবিলম্বে বন্ধের দাবি জানান।

বক্তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর যে অন্তর্ববর্তী সরকার গঠিত হয়েছে, সেখানে উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। তারা উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগেরও দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, প্রথম আলো অফিসের সামনে থাকা একটি সাইনবোর্ড আন্দোলনকারীরা খুলে পুড়িয়ে দিয়েছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]