নওগাঁয় অটোরিকশা শ্রমিকদের মিছিল, জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান


নওগাঁ জেলা প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 24-11-2024

নওগাঁয় অটোরিকশা শ্রমিকদের মিছিল, জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

নওগাঁ জেলা অটোরিকশা মালিক শ্রমিক ফেডারেশন ০১/৫৫৬ (টমটম) চালকদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে। রবিবার (২৪ নভেম্বর)  সকাল ১১টায় মুক্তির মোড় থেকে এক মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালকে স্মারকলিপি প্রদান ও তাদের দাবী তুলে ধরেন।

নওগাঁ জেলা ইলেকট্রিক ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক সমবায় সমিতি লিঃ সভাপতি পল্টু বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ প্রশাসনের নির্দেশনা মোতাবেক নিয়ম- শৃংখলা মেনে অটো রিক্সা (ইজিবাইক) চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু নওগাঁ পৌরসভায় কর্মরত লাইসেন্স পরিদর্শক নুরুল ইসলাম এর সীমাহীন দূর্নীতি আমাদের বিপর্যস্ত করে তুলেছে। গত ২০১৬-২০২০ ইং সাল পর্যন্ত ৪ অর্থ বছরে প্রতিটি ইজিবাইক এর লাইসেন্স বাবদ ১,২৫০/- টাকা আদায় করেছেন এবং রশিদ প্রদান করেছেন ৫০০/- টাকার। ছোট এই নওগাঁ শহরের এবং রাস্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত ছিল নওগাঁ শহরে ৫০০ (পাঁচশত) ইজিবাইকের লাইসেন্স প্রদান করবেন। যাতে শহরে মানুষের চলাচলের ক্ষেত্রে কোন অসুবিধা না হয় এবং যানজটের সৃষ্টি না হয়। কিন্তু তিনি শহরের কথা চিন্তা না করে শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে ১০০০ (এক হাজার) এর অধিক লাইসেন্স প্রদান করেন। ফলশ্রুতিতে শহরের রাস্তায় তৈরি হচ্ছে তীব্র যানজট। এছাড়া ২০২০-২০২২ ইং সাল পর্যন্ত ০২ অর্থ বছরে লাইসেন্স প্রদানের জন্য ১,৮০০/- (এক হাজার আটশত) গ্রহণ করলেও রশিদ প্রদান করেন ১,০০০ (এক হাজার) টাকার। ঐ সময় জেলা প্রশাসক মহোদয়ের নিকট লিখিত অভিযোগ করা হয়। কতগুলো ইজিবাইকের লাইসেন্স প্রদান করা হয়েছে তা জেলা প্রশাসক, নওগাঁ মহোদয়ের কার্যালয় হতে জানতে চাওয়া হলেও তিনি তার হিসেব দিতে ব্যর্থ হন।

যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজাদ রহমান বলেন,নওগাঁ জেলা ইলেকট্রিক ব্যাটারী চালিত অটো রিক্সা (ইজিবাইক) মালিক ও শ্রমিকদের আন্দোলনের ফলে ২০২৩-২৪ অর্থ বছরে প্রকাশ্যে লাইসেন্স প্রদান বন্ধ রাখেন। তবে ২০২৪-২৫ অর্থ বছরে আবারও ২,২০০/- (দুই হাজার দুইশত) টাকার বিনিময়ে লাইসেন্স প্রদান করলেও কোনরূপ রশিদ দিচ্ছেন না। তার এহেন কার্যকলাপে আমরা মালিক ও শ্রমিক বিব্রত। আমরা অস্বচ্ছল পরিবার। কোন মতে গাড়ী ক্রয় করে এবং রাস্তায় গাড়ী চালিয়ে আমরা আমাদের পরিবারের সকল ব্যয় নির্বাহ করি। বর্তমান সময়ে এই স্বল্প আয়ে যেখানে আমাদের পরিবার। পরিজন নিয়ে অতি কষ্ট দিন যাপন করতে হয় সেখানে লাইসেন্স পরিদর্শকের এহেন কার্যকলাপ আমাদের উপর জুলুমের সামিল। এমতাবস্থায় নওগাঁ শহরে যানজট নিরসনের লক্ষ্যে পৌর এলাকায় ১০০০-১২০০ ইলেকট্রিক ব্যাটারি চালিত গাড়ি চলাচল করে এর বাহিরে যে গুলো গাড়ী চলাচল করে তা পৌরসভার বাহিরের তার জন্য শহরে যানজট হয়।  পৌরসভার বাহিরে ইউনিয়নের গাড়ী বেশী টাকার বিনিময়ে লাইসেন্স করে দেওয়া হচ্ছে যার ফলে পৌরসভায় যানজট পোহাতে হচ্ছে। 

বেশী টাকা নিয়ে লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে পৌরসভাকে এছাড়াও পৌরসভার গাড়ি গুলোকে চলাচলের জন্য সুযোগ সুবিধা দিতে হবে হয়রানি বন্ধ করতে হবে। আমাদের দাবী মেনে না নেওয়া হলে বৃহত্তর কর্মসূচি প্রদান করা হবে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]