লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 23-11-2024

লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরো একজন অস্ট্রেলীয় কিশোরীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

১৩ নভেম্বর নদীর তিরবর্তী ভাং ভিয়েং-এর একটি হোস্টেল থেকে অস্ট্রেলিয়ান পর্যটক হলি বোলস (১৯) এবং তার বন্ধু বিয়ানকাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর এক সপ্তাহ পর হলি বোলসের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

তার বন্ধু ১৯ বছর বয়সী বিয়ানকা জোনস এবং দক্ষিণ-পূর্ব লন্ডনের ২৮ বছর বয়সী ব্রিটিশ আইনজীবী সিমোন হোয়াইটের মৃত্যুর খবর বৃহস্পতিবার (২১ নভেম্বর) নিশ্চিত করা হয়। সিমোন হোয়াইট স্থানীয় দোকান থেকে মদ কিনে পান করেছিলেন বলে তার বন্ধুরা জানিয়েছে।

এছাড়া, ১৯ ও ২০ বছর বয়সী দুই ডেনিশ নারী এবং নাম না প্রকাশিত এক মার্কিন ব্যক্তি সন্দেহভাজন বিষক্রিয়ার শিকার হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এই মৃত্যুগুলোর সঙ্গে অবৈধ মদ সংক্রান্ত বিষক্রিয়া জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ‘হলি বোলসের করুণ মৃত্যুতে পুরো অস্ট্রেলিয়া শোকাহত। তার পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা।’ 

তাদের মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চললেও সংবাদ প্রতিবেদন এবং অনলাইনে অন্যান্য পর্যটকদের সাক্ষ্য থেকে ধারণা করা হচ্ছে, এই পর্যটকরা মিথানলযুক্ত পানীয় বা মদ পান করেছিলেন। এই পদার্থ প্রায়ই ভেজাল মদে পাওয়া যায়।

শুক্রবার গণমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে মারা যাওয়া অস্ট্রেলীয় কিশোরী ১৯ বছর বয়সী হলি বোউলসের পরিবার বলেছে, ‘তার মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তবে সে অনেক মানুষের জীবনে আনন্দ এবং সুখ এনে দিয়েছে। এটাই আমাদের জন্য সান্ত্বনা। হলি তার জীবনের সেরা সময় পার করছিল। নিত্য নতুন বন্ধু তৈরি করছিল, অসাধারণ সব অভিজ্ঞতা উপভোগ করছিল।’

হলি ও তার বান্ধবী বিয়ানকাকে গত ১৩ নভেম্বর বুধবারে হাসপাতালে ভর্তি করা হয়। তারাও লাওসে মিথানল মেশানো ভেজাল মদ পান করে মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে। মিথানল যোগ করে ভেজাল মদ তৈরি করে থাকে অনেক অসাধু ব্যবসায়ী। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ২৫ মিলিলিটার মিথানল সেবনও প্রাণঘাতী হতে পারে। তারপরও অ্যালকোহলের তুলনায় সস্তা হওয়ায় অনেক সময় মিথানল পানীয়তে মেশানো হয়ে থাকে।

বিষক্রিয়ার শিকার হওয়া পর্যটকেরা কোথায় এবং কীভাবে এই বিষাক্ত অ্যালকোহল পান করেছেন, তা এখনও জানা যায়নি। মিথানল বিষক্রিয়ার লক্ষণ শরীরে প্রকাশ পেতে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]