রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ জনকে শোকজ


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 22-11-2024

রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ জনকে শোকজ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মাস্টার রোলে নিয়োজিত ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও একই অপরাধে সিটি করপোরেশনের দুই কর্মচারীকে সাময়িক বহিষ্কার ও ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর কয়েক ধাপে এসব নির্দেশনা জারি করেন। অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে গত সেপ্টেম্বর থেকে চলতি নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে তিনি এই  নির্দেশনা জারি করেছেন।

রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা কর্মচারী সুলভ আচরণ না করে শৃঙ্খলা পরিপন্থি আচরণ করেছেন তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কারও কারও কর্মদক্ষতা সন্তোষজনক না হওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অস্থায়ী কর্মচারীরা দৈনিক মজুরি ভিত্তিক। তাই কর্তৃপক্ষের প্রয়োজন না হলে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে।

এদিকে রাসিক সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ ধাপে রাসিকে মাস্টার রোলে নিয়োজিত ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়। তারা উভয়েই সিটি করপোরেশনের স্থায়ী কর্মচারী ও রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পদে ছিলেন। এর বাইরেও রাসিকের ১৭ স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ও ২১ অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করেছে প্রশাসক। এছাড়া স্থায়ী কর্মকর্তাদের মধ্যে গত ১৫ সেপ্টেম্বর ১৬ জনকে ও ১২ নভেম্বর তিন জনকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। আর অস্থায়ী কর্মকর্তাদের মধ্যে গত ২৫ সেপ্টেম্বর ৯ জনকে ও ১২ নভেম্বর ১২ জনকে শোকজের চিঠি পাঠানো হয়েছিল।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]