মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা


মান্দা( নওগাঁ)প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 21-11-2024

মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নওগাঁর মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও'র হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন, ইউপি চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, ইভ টিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও শাহ আলম মিয়া।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]