প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়া সফরে গিয়ে হামাসকে নির্মূল করার হুঁশিয়ারি দিলেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর মন্তব্য, ‘‘হামাস আর কোনও দিন এই ভূখণ্ড শাসন করতে পারবে না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজ়রায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিতে হামলা চালিয়েছিল স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। হামলায় নিহত সামরিক ও অসামরিক ইজ়রায়েলি নাগরিকের সংখ্যা ছিল প্রায় ১৪০০। পাশাপাশি, কয়েকশো মানুষকে ইজ়রায়েল থেকে পণবন্দি করে নিয়ে যায় হামাস। তার পরেই এই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতানিয়াহু। হামাসকে নিশ্চিহ্ন করার কথা ঘোষণা করেছিলেন তিনি।
গত ১৩ মাস ধরে গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি সেনার ধারাবাহিক হামলায় প্রায় ৪৫ হাজার প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন। যাঁদের বড় অংশ সাধারণ নাগরিক। রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও নেতানিয়াহু তা উপেক্ষা করেছেন। বুধবার তিনি জানান এখনও পর্যন্ত হামাসের হাতে অপহৃত ১০১ জন ইজ়রায়েলি নাগরিকের সন্ধান মেলেনি। গাজ়ার ‘হামাসমুক্ত’ অঞ্চলে গিয়ে তিনি বলেন, ‘‘আমাদের অনুমান অপহৃতেরা এখনও এখানেই রয়েছেন। তাঁদের প্রত্যেকের মুক্তির বিনিময়ে আমরা ৫০ লক্ষ ডলার (প্রায় ৪২ কোটি টাকা) দিতে প্রস্তুত।’’ ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানও নেতানিয়াহুর গাজ়া সফরের সঙ্গী ছিলেন।