ইউক্রেন যুদ্ধে ১ লাখ সৈন্য পাঠাতে পারে উত্তর কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-11-2024

ইউক্রেন যুদ্ধে ১ লাখ সৈন্য পাঠাতে পারে উত্তর কোরিয়া

চলমান ইউক্রেন যুদ্ধে মিত্র দেশ রাশিয়াকে সহায়তার জন্য সৈন্যদের সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এরই মধ্যে রাশিয়ায় কয়েক হাজার সৈন্য পাঠিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, এই যুদ্ধে এক লাখ পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত শুক্রবার (১৫ নভেম্বর) পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত একটি ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষক সম্মেলনে অংশ নেন কিম। সেখানে তিনি বলেন, যুদ্ধের জন্য রাজনৈতিক ও সামরিক শক্তি এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে, যাতে সেনাবাহিনী যুদ্ধের মোকাবিলা করতে সক্ষম হয়। কিম জং উন আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সংঘাত 'ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে' পৌঁছেছে। এসময় কোরীয় উপদ্বীপকে 'বিশ্বের সবচেয়ে বড় উত্তেজনাকর স্থান' হিসেবে উল্লেখ করেন তিনি।

কিমের এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক মহলে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার ব্যাপারে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটন, সিউল এবং কিয়েভ দাবি করেছে, রাশিয়ায় বর্তমানে ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সৈন্য রয়েছে, যারা ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]