সুদমুক্ত সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: ড. কেরামত আলী


নিজস্ব প্রতিবেদক: , আপডেট করা হয়েছে : 20-11-2024

সুদমুক্ত সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: ড. কেরামত আলী

সুদমুক্ত সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে- মাওলানা ড. কেরামত আলী। আইবিডব্লিওএফ এর রাজশাহী মহানগর সভাপতি প্রিন্স সেক্রেটারি হান্নান ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বি.আই.ডব্লিও.এফ) রাজশাহী মহানগরীর উদ্যোগে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে ব্যবসায়ীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বি.আই.ডব্লিও.এফ) রাজশাহী মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা ড. কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা ইমাজ উদ্দিন মন্ডল ও মাহবুবুবুল আহসান বুলবুল। আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন সরকার, সারওয়ার জাহান প্রিন্স, মোহাম্মদ সালাহউদ্দিন, আব্দুল হান্নান সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

সাধারণ সভায় সারওয়ার জাহান প্রিন্সকে সভাপতি ও আব্দুল হান্নানকে সেক্রেটারি করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি- খাইরুল বাশার, মোঃ ইমাম মেহেদী ও মুবাশ্বির হোসেন লাল্টু, সহ: সেক্রেটারি- হারুনুর রশিদ, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক- ইঞ্জি শাকিলুর রহমান, অফিস সম্পাদক- মুহাম্মদ আসাউদ্দৌলা, অর্থ সম্পাদক- মোঃ হাবিবুল আলম শিমুল, প্রচার ও মিডিয়া সম্পাদক- মোঃ সুজা উদ্দিন সুজন, আইন আদালত ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক- ইকবাল হোসেন দেলাওয়ার, উদ্যোক্তা সম্পাদক- জাকিউর রশিদ সঞ্জু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- আসাদুজ্জামান জুয়েল, ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সম্পাদক- মুস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য- আইয়ুব আলী, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ড. কেরামত আলী বলেন, আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যাবসাকে হালাল করেছেন, ফলে সুদমুক্ত সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষের জন্য ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে তিনি ব্যবসায়ীদের দেশপ্রেম বুকে লালন করে ব্যবসা করার অনুরোধ করেন। তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা করেন, রাজশাহী অঞ্চলের অর্থনীতিকে গতিশীল করতে তারা বলিষ্ঠ ভুমিকা পালন করবেন। 

বিশেষ অতিথির বক্তব্যে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, একটি গতিশীল অর্থ ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজন দুর্নীতিমুক্ত নেতৃত্ব। আমাদের দেশের  অর্থনৈতিক ব্যবস্থা ও ব্যবসায়ী সংগঠনগুলোতে দুর্নীতিবাজ ব্যক্তিরা বসে আছেন। দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া কোন ভাবেই গতিশীল অর্থ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]