শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হরিণী অমরাসুরিয়া


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-11-2024

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হরিণী অমরাসুরিয়া

আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী অমরাসুরিয়াকে নিয়োগ করলেন সে দেশের প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে। সোমবার তাকে নিয়োগ করা হয়। প্রসঙ্গত শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে ২২৯ আসনের মধ্যে অনূঢ়ার বামপন্থি জোট ১৫৯টি আসন লাভ করেছে। সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন অনূঢ়া কুমার দিশানায়েকে।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিজিথা হেরাথের নাম ঘোষণা করা হয়েছে। তবে অর্থমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি।

প্রেসিডেন্ট দিশানায়েক নিজেই অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব সামলা আগামী বৃহস্পতিবার নতুন পার্লামেন্ট একজন স্পিকার নির্বাচিত করবেন। সেদিন সংসদ সদস্যদের সামনে মূলনীতিগুলো তুলে ধরবেন দিশানায়েকে।

এদিকে সোমবার শপথ শেষে প্রেসিডেন্ট দিশানায়েকে বলেন, 'এই ক্ষমতা জবাবদিহিতার মধ্য দিয়ে এসেছে। এখন এই ক্ষমতা নম্রতা, সংযম এবং বৈষম্যহীন মনোভাব দিয়ে চালিত হবে। এই মন্ত্রিসভা এবং সংসদের প্রতি আমার আস্থা আছে।'তিনি আরও বলেন, এখন থেকেই আমাদের কাজের বিচার শুরু হল।

৫৪ বছর বয়সী অমরাসুরিয়া সামাজিক নৃতত্ত্বে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।

শ্রীলঙ্কার রাজনীতিতে কয়েক দশক ধরে পারিবারিক দলগুলোর আধিপত্য ছিল। চলতি বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়েকের জয়ের পর সেই আধিপত্য শেষ হয়।

প্রসঙ্গত ২০২২ সালে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা। দেশটির অর্থনীতি ২০২২ সালে ৭.৩ শতাংশ এবং গত বছর ২.৩ শতাংশ সঙ্কুচিত হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]