সাংবাদিকদের উপর হামলা; উপাচার্য বরাবর তিন সাংবাদিক সংগঠনের লিখিত অভিযোগ


রাবি প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 19-11-2024

সাংবাদিকদের উপর হামলা; উপাচার্য বরাবর তিন সাংবাদিক সংগঠনের লিখিত অভিযোগ

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বণিক বার্তা পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েবকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর তিন সাংবাদিক সংগঠন লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন তিন সংগঠনের সাংবাদিকবৃন্দ।

অভিযোগপত্রে রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল, রাবি রিপোর্টার্স ইউনিটি (রুরু) সভাপতি লাবু হক এবং রাবি সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মো. ইমতিয়াজ সাক্ষর করেন।

তারা জানান, ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে বস্তুনিষ্ঠতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক, বাক, ভাবপ্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। কিন্তু ক্যাম্পাসে শোয়েবের উপর এই নিকৃষ্ট হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ ও এর স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা চালানো হয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাকর ও চরম উদ্বেগের।

এঘটনায় জড়িত মার্কেটিং বিভাগের ওই সকল শিক্ষার্থী ফ্যাসিবাদী আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এটা কোনো শিক্ষার্থীর আচরণ হতে পারে না বরং তা গুন্ডামির নামান্তর।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, "তাঁরা ক্যাম্পাসে গুন্ডামী করবে আর সাংবাদিকরা ভিডিও ফুটেজ নিতে পারবে না এমন ফ্যাসিস্ট আচরণ ক্যাম্পাসে চলবে না। এটা তাদের অধিকার। একজন সাধারণ শিক্ষার্থীও ভিডিও করতে পারে। তাদের এমন আচরণ কখনোই কাম্য নয়। এ ঘটনার সাথে কে বা কারা জড়িত ভিডিও ফুটেজ দেখে আমি নিজেই এবিষয়ে তদন্ত করবো"।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]