ক্যান্সার চিকিৎসায় অবদান রাখায় ডা: নজরুল ইসলামকে সাফ‘র অভিনন্দন


প্রেস বিজ্ঞপ্তি : , আপডেট করা হয়েছে : 18-11-2024

ক্যান্সার চিকিৎসায় অবদান রাখায় ডা: নজরুল ইসলামকে সাফ‘র অভিনন্দন

ক্যান্সারকে সাধারণ মানুষ এক প্রকার মরণ ব্যাধি মনে করে। সারা বিশ্বে ক্যান্সার নিয়ে বিভিন্ন গবেষণা চলমান। বিশ্বব্যাপী প্রায় ২০০ প্রকারেরও বেশী ক্যান্সার মানব জীবনে কালো এক ছায়া হিসেবে বিরাজ করছে। যার মধ্যে কিছু ক্যান্সারের নাম অনেকে জানে যেমন, ব্লাড, ফুসফুস, স্তন, জরায়ু, কোলন, লিভার, ডিম্বাশয়, প্রোস্টেট, ওরাল, খাদ্যনালী, ব্রেন, হাড়, মূত্রাশয়, ত্বক, থাইরয়েড, কিডনি, অগ্নাশয় ইত্যাদি।

সাফ ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রচার প্রাচারণা, আলোচনা সভা, র‌্যালী, লিফলেট ক্যাম্পেইন, উঠান বৈঠক করে চলেছে। সাফ বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সহযোগী সদস্য ও কুষ্টিয়া জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য। সারাদেশ ব্যাপী ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে চলেছেন অধ্যাপক ডা: মো: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি সারাদেশে কমিউনিটি অনকোলজি সেন্টার গঠনের আহবান ও প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অ্যালোপ্যাথির পাশাপাশি হোমিও ডাক্তারবৃন্দও ক্যান্সার রোগীদের চিকিৎসা দিয়ে চলেছেন। কুষ্টিয়ায় সাদিয়া হোমিও হেলথ কেয়ার এর মালিক ডা: নজরুল ইসলাম নিয়মিত ক্যান্সার চিকিৎসা প্রদান করে চলেছেন।

আর্ন্তজাতিক ভাবে ক্যান্সার চিকিৎসার সফলতা নিয়ে লিখিত বই ‘এ নিউ ভয়েজ উইথ রিয়েল হোমিওপ্যাথি ভলিয়াম-৩‘তে ৭টি কেস স্টাডির মধ্যে প্রভাষক ডা: নজরুল ইসলামের ৫টি সফল ক্যান্সার চিকিৎসা ডকুমেন্টসহ প্রকাশ করা হয়েছে। প্রকাশক ডা: শ্যামল কুমার দাসকে ধন্যবাদ পাশাপাশি প্রভাষক ডা: নজরুল ইসলামকে চলমান ভাবে ক্যান্সার রোগীর চিকিৎসা সেবা প্রদান ও সফলতার জন্য সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক আন্তরিক অভিনন্দন জানান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]