তাহিরপুর সীমান্তে সোর্স ও চোরাকারবারীরা বেপরোয়া: ইয়াবাসহ ১জন গ্রেফতার


মোজাম্মেল আলম ভূঁইয়া (সুনামগঞ্জ প্রতিনিধি): , আপডেট করা হয়েছে : 18-11-2024

তাহিরপুর সীমান্তে সোর্স ও চোরাকারবারীরা বেপরোয়া: ইয়াবাসহ ১জন গ্রেফতার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্তে সোর্স পরিচয়ধারী ও চোরাকারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের দশঘর, তার পাশে ১২০৫ নং পিলার সংলগ্ন কবিরের বাড়ির সামনে দিয়ে, শাহ আরেফিন বডার বাজার ও জাদুকাটা নদীসহ পাশের চাঁনপুর  সীমান্তের বারেকটিলা, আনন্দনগর, কড়ইগড়া, রাজাই, গারো ঘাট, নয়া ছড়া, রজনীলাইন ও টেকেরঘাট সীমান্তের বুরুঙ্গাছড়া, বড়ছড়া, নিলাদ্রী লেকপাড়, চুনাপাথর খনি প্রকল্প, টেকেরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, লাকমা, পাশের বালিয়াঘাট সীমান্তের লাকমা পশ্চিমপাড়, লালঘাট ও চারাগাঁও সীমান্তের লালঘাট বড় মসজিদ, বাঁশতলা, এলসি পয়েন্ট, কলাগাঁও মাইজহাটি, জঙ্গলবাড়িসহ বীরেন্দ্রনগর সীমান্তের লামাকাটা, সুন্দরবন, বাগলী নদী ও কছুয়াছড়া পয়েন্ট দিয়ে একাধিক মামলার আসামীরা নিজেদেরকে সোর্স পরিচয় দিয়ে সীমান্ত চোরাকারবারীদের সাথে নিয়ে প্রতিদিন সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা ও চুনাপাথরসহ চিনি, টমেটো, ফুছকা, জিরা, আপেল, ইয়াবা, মদ, গাঁজা ও নাসির উদ্দিন বিড়িসহ বিভিন্ন মালামাল পাচাঁরের পর বিজিবি, পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে চাঁদাবাজি করছে। এছাড়া দেশীয় পন্য রসুন, সুপারী, পানীয় লিচু, মাছ, হাঁস-মুরগি ও শাক-সবজি ভারতে পাচাঁর করছে বলে খরব পাওয়া গেছে।

এমতাবস্থায় সোমবার (১৮ নম্ভেবর) সকালে উপজেলার চারাগাঁও সীমান্তের ১১৯৫নং পিলার সংলগ্ন কলাগাঁও এলাকায় বিজিবি অভিযান চালিয়ে সীমান্ত গডফাদার তোতলা আজাদের সোর্স রফ মিয়ার সহযোগী মাদক ব্যবসায়ী সাদেক আলী (২২) কে আটক করে তার দেহ তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে- আটককৃত মাদক ব্যবসায়ী সাদেক আলী ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার পর গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। এর আগে বালিয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে আরো ১জন মাদক ব্যবসায়ীসহ বীরেন্দ্রনগর সীমান্ত থেকে সোর্স পরিচয়ধারী লেংড়া জামালকে বিজিবি গ্রেফতার করেছে। তার আগে চাঁনপুর ও লাউড়গড় ক্যাম্পের মাঝে অবস্থিত আলোচিত পর্যটন স্পট শিমুল বাগানের পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান-ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্ত চোরাচালানসহ সকল অনিয়ম বন্ধের জন্য বিজিবি অভিযান অব্যাহত আছে।  


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]