রাবিতে পোষ্য কোটা বহাল; প্রত্যাহার করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


এম. শামীম, রাবি: , আপডেট করা হয়েছে : 14-11-2024

রাবিতে পোষ্য কোটা বহাল; প্রত্যাহার করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নানা বিতর্ক ও সমালোচনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনী কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাতিল হয়নি পোষ্য কোটা। ১% কমিয়ে করা হয়েছে ৩%। বহাল থাকছে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটা। এদিকে পোষ্য কোটা বাতিলের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। 

সালাহউদ্দিন আম্মার ফেসবুক পোস্টে লিখেছেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১% কমিয়ে ৩% পোষ্য কোটা রাখা হয়েছে। পোষ্য কোটা বাতিল করতে হবে। আগামীকাল এবং পরের দিন ছুটি কিন্তু প্রশাসনকে সিদ্ধান্ত গ্রহনের সময় দিলাম। ৪৮ ঘন্টার আল্টিমেটাম। বাতিল না করলে রবিবার থেকে আমরণ অনশনে বসবো প্রশাসনিক ভবনের সামনে"

এ বিষয়ে জানতে তাইলে সালাহউদ্দিন আম্মার আরও বলেন, " বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পিছিয়ে থাকা কোনো জনগোষ্ঠী নয় যে তাদের জন্য কোটা রাখে হবে। এটা চরম বৈষম্য। এ কোটা বাতিল করতে হবে। আমাদের উপাচার্য স্যার এ বিষয়ে সরব ছিলেন কিন্তু দায়িত্ব পাওয়ার পর তিনি কেন তা বাতিল করলেন না শিক্ষার্থীরা তা জানতে চাই। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারো হুশিয়ার করে বলতে চাই আপনারা ৪৮ ঘণ্টার মধ্যে পোষ্য কোটা বাতিল করুন। নতুবা আবারো আন্দোলনে নামবো আমরা"।

পোষ্য কোটা কেন বাতিল করা হলো না এমন প্রশ্নের উত্তরে রাবি উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খান বলেন, "আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাপ-আলোচনার মাধ্যমে ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। পোষ্য কোটার বিষয়েও অধিকাংশের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনা করে ৪% থেকে ৩% করা হয়েছে। অন্যান্য বছরগুলোতে পাশ না করেও অনেকেই ভর্তি হয়েছে এবছর থেকে আর এ সুযোগ ও থাকবে না"।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]