​​​​​​​রাজশাহী মহানগরীতে চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : , আপডেট করা হয়েছে : 14-11-2024

​​​​​​​রাজশাহী মহানগরীতে চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ইজিবাইক-অটোরিক্সা চালক ও মালিকদের সাথে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০০ জন চালক ও মালিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

আজ ১৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় ‍‌‌‌‍‌‌‌‌‌ ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেম্বার

 ভবনের মিলনায়তনে এই সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে যানজটমুক্ত নগরী হিসেবে গড়তে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে রাজশাহীর সিনিয়র সিটিজেন ফোরাম ও সাহেব বাজার কেন্দ্রিক মার্কেটসমূহের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সাহেব বাজার জিরো পয়েন্ট কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও উক্ত এলাকার যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার সুফল নগরবাসী পেতে শুরু করেছেন।

এছাড়াও তিনি ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি পরিহার করা এবং  ঘন ঘন লেন পরিবর্তন না করাসহ গাড়ির বৈধ প্রয়োজনীয় কাগজ সাথে রেখে গাড়ি চালানোর কথা বলেন। তিনি ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও মালিকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাছাড়া চালকদের দক্ষ করতে প্রয়োজনে আরএমপি’র পক্ষ থেকে পর্যায়ক্রমিকভাবে প্রশিক্ষণের আয়োজন করার কথা বলেন। তিনি উন্নত দেশের ট্রাফিক ব্যবস্থার মত রাজশাহী মহানগরীতে উন্নত ট্রাফিক ব্যবস্থা করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে কর্মশালা পরিচালিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, মাসুদুর রহমান রিংকু।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]