উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন আহতরা


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 14-11-2024

উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন আহতরা

উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ১৫ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়ে মধ্য রাতে হাসপাতালে ফিরেছেন জুলাই-আগস্ট আন্দোলনের আহতরা। এসময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন উপদেষ্টারা। এজন্য করণীয় ঠিক করতে বৃহস্পতিবার দুপুর ২টায় সচিবালয়ে আহতদের সঙ্গে কয়েক উপদেষ্টার বৈঠকের কথা জানানো হয় আন্দোলনরতদের।

দিনভর নানাজনের নানা আশ্বাসেও সড়ক থেকে সরাতে পারেনি আন্দোলনরতদের। তাদের দাবি ছিলো, স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্তত চারজন উপদেষ্টার সরাসরি আশ্বাস ছাড়া রাস্তা ছাড়বেননা জুলাই ২৪ এর আন্দোলনের আহতরা।

বুধবার রাত আড়াইটার দিকে নিটোরের সামনে হাজির হয় আইন, মৎস্য ও প্রাণী সম্পদ ও স্থানীয় সরকার উপদেষ্টা। সঙ্গে ছিলেন, নতুন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। আহতদের দাবি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমরা আমাদের যে ব্যর্থতা আছে, ঘাটতি আছে। সেখান থেকে শেখার চেষ্টা করছি। আপনারা যে রেগে আছেন, কষ্ট পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক।

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, আপনারা হাসপাতালে ফিরে যান। আমরা যে কথা দিয়েছি, আমাদের কথা রাখবো। আমরা যদি কথা রাখতে ব্যর্থ হই তাহলে আপনারা যেটা করবেন, সেটা আমরা মাথা পেতে নেবো।

উপদেষ্টা আশ্বাসেও খুব একটা মন গলেনি আহতদের। পরে তাদের অভিযোগ শুনতে ও উন্নত চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে দিনক্ষণ ঘোষণা করেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হবে। সেখানে আলোচনার ভিত্তিতে একটি রূপরেখা প্রণয়ন করা হবে।

এর আগে বুধবার দুপুরে আহতদের দেখতে নিটোরে গেলে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন আহতরা। এরপরই সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]