উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করলেন রাজশাহীর পুলিশ সুপার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 14-11-2024

উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করলেন রাজশাহীর পুলিশ সুপার

উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় তাঁর কার্যালয়ে এসব মোবাইল ভুক্তবোগীদের হাতে তুলে দেন তিনি। 

মোবাইলের মধ্যে ভিভো ব্র্যান্ডের ৫টি, অপ্পো ৪টি, স্যামসাং ১০টি, নকিয়া ১টি, শাওমি ৭টি, সিম্ফনি ১টি, রিয়েলমি ৩টি, ইনফিনিক্স ১টি ও ওয়ালটন ১টি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম-সহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

এসময় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন উদ্ধার করি। এই কাজের জন্য আমার কার্যালয়ের আইসটি শাখায় একটি ডেডিকেটেড টিম রয়েছে। তাছাড়া রাজশাহী জেলার ৮টি থানাও মোবাইল ফোন উদ্ধার করে। তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া কোনো প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া অনেক আনন্দের। 

হারানো ফোন পুনরায় ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের প্রশংসা করেন। তারা আশা করেন রাজশাহী জেলা পুলিশ এভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাবে।

উল্লেখ্য, মোবাইল ফোন হারানো ব্যক্তিগণ বিভিন্ন সময় রাজশাহী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার আইসিটি শাখার এএসআই মোঃ জাহাঙ্গীর আলম বুধবার পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]