বাতিল হচ্ছে স্কুল ভর্তিতে গণভবন ও কলোনি কোটা


শিক্ষা ডেস্ক : , আপডেট করা হয়েছে : 13-11-2024

বাতিল হচ্ছে স্কুল ভর্তিতে গণভবন ও কলোনি কোটা

স্কুল ভর্তিতে দীর্ঘদিন চলে আসা গণভবন কোটা, ভাই-বোনের কোটা ও কলোনি কোটা বাতিল করা হয়েছে। যুগ যুগ ধরে রাজধানীর নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই কোটা চলে আসছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার আসন্ন ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে এই কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার একজন অতিরিক্ত সচিব এ তথ্য জানিয়ে বলেন, গণভবনে চাকরি করেন তাই বলে আপনার বাচ্চা স্কুল ভর্তিতে অতিরিক্ত সুযোগ পাবে এটা সংবিধান বিরোধী। এছাড়াও কিছু প্রতিষ্ঠানে ভাই বোন ও নির্দিষ্ট কলোনি কোটা আছে। এসব কোটা বৈষম্যবিরোধী স্পিরিটের সঙ্গে যায় না। এজন্য বাদ দেওয়া হয়েছে।

জানা যায়, যুগ যুগ ধরে গণভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে কোটা, ভিকারুননিসা নূন স্কুলে চলে আসছে বোনের কোটা। মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন কলোনি ও ভাই-বোন কোটায় ভর্তির নামে অনিয়মও চলে আসছে।

আইডিয়ালের কলোনি কোটাতেই ভর্তি করা হয় সবচেয়ে বেশি শিক্ষার্থী। স্কুলের মতিঝিল শাখায় প্রভাতি ও দিবা শিফটে প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে আসন বরাদ্দ রাখা হয় এ কোটায়। কলোনি কোটার নামে বাণিজ্য করে ছাত্রভর্তি করার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।

এসব কোটা বাতিলের পর অন্যান্য স্কুলের মতোই এগুলোতেও শুধু লটারির মাধ্যমেই ভর্তিচ্ছু নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের কথা শিক্ষা অধিদপ্তর ও টেলিটককে জানানো হয়েছে।

সরকারি-বেসরকারি স্কুলে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু হয়েছে মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে। এ প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করানো হবে।

নলাইন আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ের নাম দিতে পারবেন। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম (দুটি বিদ্যালয় পছন্দক্রম) সম্পাদন হয়েছে বলে বিবেচিত হবেন। অন্যদিকে সরকারি-বেসরকারি কোনো স্কুলেই একটি শ্রেণির কোনো শাখাতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]