রাণীনগরে সাংবাদিকের উপর হামলা


কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ): , আপডেট করা হয়েছে : 13-11-2024

রাণীনগরে সাংবাদিকের উপর হামলা

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের রাণীনগর প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টা নাগাদ উপজেলার হরিশপুর এলাকায় এঘটনা ঘটে। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সাংবাদিক আহাদ উপজেলার হরিশপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

চিকিৎসাধীন আহত সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ জানান,এলাকায় পার্টনারে তার ডিশ-ইন্টারনেটের ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে কে বা কাহারা ডিস-ইন্টারনেটের তার কেটে দেয়। এঘটনার প্রতিবাদ করেন তিনি। এঘটনার জের ধরে বুধবার সকাল অনুমান ৭টা নাগাদ বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে হরিশপুর মোড়ে পৌছলে পূর্ব থেকে অবস্থানরত নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের পার-বাঁকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তুহিন হোসেনের (২৬) নেতৃত্রে হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদম মারধর করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে আহাদকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শাহরুখ হোসেন আহাদ। 

তবে তুহিনের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় যারাই জড়িত থাক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাংবাদিক আহাদের উপর হামলার খবর ছড়িয়ে পরলে রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন ও সহ-সভাপতি কাজী আনিছুর রহমানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ,উপজেরা প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক আব্দুল মালেক ও সুকুমল কুমার প্রামানিক,প্রেসক্লাব রাণীনগরের সাধারণ সম্পাদক আব্দুর রউফ রিপনসহ রাণীনগর উপজেলা এবং নওগাঁ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দ্রæত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]