রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর কেন্দ্রীয় মিলনায়তনে বুধবার সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে “Preparation for Evaluation Team Visit of Accreditation” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম এবং ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার ।
প্রশিক্ষণ কর্মশালাটি সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও সকল শাখা প্রধান সহ সর্বমোট ২৮৬ জন অংশগ্রহণকারী এতে অংশ নেন। আজ বুধবার বিকাল সোয়া ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক।