রাজশাহী মোহনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।
বক্তব্যে প্রধান অতিথি আফিয়া আখতার বলেন,মোহনপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে পদক্ষেপ গ্রহন করা হবে,অবৈধ অস্ত্র উদ্ধার করা,অবৈধভাবে পুকুর খনন যেন না করতে পারে,তিনি আরও বলেন,যে সব সকলের অভিযোগ উঠেছে তাহা দুর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (১২ই নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান মাহফুজুর রহমান,কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আরিফুল কবীর, অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন,উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল,আব্দুল কাদের মোল্লা, গোলাম মোস্তফা বাবলু, অধ্যাপক কাজিম উদ্দিন, সদস্য সচিব বাচ্চু রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জি,এ,এম আব্দুল আওয়াল, সেক্রেটারী আব্দুল গফুর মৃধা, নায়েবি আমীর আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারী আব্দুল আজিজ,শরিফুল ইসলাম, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান সহ ছাত্রদল,ছাত্রশিবির,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা,উপজেলা প্রশাসন কর্মকর্তারা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা,শিক্ষক, ক্রীড়া সংস্থার সদস্যরা সহ সাংবাদিক বৃন্দ।