রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে লাঞ্ছিতের ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত, উত্তেজনা চরমে


নিজস্ব প্রতিবেদক : , আপডেট করা হয়েছে : 12-11-2024

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে লাঞ্ছিতের ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত, উত্তেজনা চরমে

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ডক্টর অলীউল আলম ও সচিব অধ্যাপক হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষা বোর্ডের চরম উত্তেজনক বিরাজ করে।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম জানান, একজন সেবা গ্রহীতার সাথে প্রতারণার মাধ্যমে বিবাহবহির্ভ‚ত সম্পর্ক স্থাপন, দুর্নীতি ও অনিয়মসহ কয়েকটি অভিযোগে উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এর প্রেক্ষিতে সোমবার দুপুরে বোর্ডের দুই কর্মকর্তা শিক্ষাবোর্ড ভবনে স্থানীয় সন্ত্রাসী নিয়ে তাঁর উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে।

অলীউল আলম আরও জানান, সেই সিদ্ধান্ত পাল্টে দেওয়ার জন্য অভিযুক্ত দুই কর্মকর্তা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম ও সহকারী হিসাবরক্ষণ অফিসার আমিনুল করিম স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রথমে তার কক্ষে এবং পরে সচিবের কক্ষে হামলা চালিয়ে তাদের লাঞ্ছিত করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষাবোর্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীদে প্রতিরোধের মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ঘটনায় ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও দুই কর্মকর্তাসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আশরাফুল আলম। তিনি জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ডক্টর অলীউল আলম ও সচিব অধ্যাপক হুমায়ুন কবিরকে লাঞ্ছিতের ঘটনায় থানায় একটি এজাহার দিয়েছেন। এ ব্যপারে যাছাই বাছাই করে মামলা হবে বলেও জানান তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]