রাজশাহী মোহনপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ৩৫ জন খাদ্য বান্ধব এবং ওএমএস ৯ জন ডিলারের আবেদন জমা পড়েছে।যা ইতিপূর্বে এত বেশি ডিলারের জন্য আবেদন জমা পড়ে নাই।এবারে ব্যাপক প্রচারণার কারনে এটা সম্ভবকর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আবেদনের শেষ তারিখ ছিল ১০ ই নভেম্বর বিকাল ৫,০০ টা পর্যন্ত।
সরকারের নীতিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুকে,সহকারী কমিশনার (ভুমি) এর ফেসবুক আইডিতে, বিজ্ঞপ্তি, নোটিশ বোর্ড, ওয়েব সাইড, উপজেলার গুরুত্বপূর্ণ স্হানে, পত্রিকায়, কেশরহাট পৌরসভা, এবং বিভিন্ন দপ্তরে ও প্রেসক্লাবে অনুলিপি আহ্বান করা হয় খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় হতে।
ধূরইল ইউনিয়নে খাদ্য বান্ধব নিয়োগ প্রাপ্ত হবেন ৩ জন,তার বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ জনের,ঘাসিগ্রামে নিয়োগ প্রাপ্ত হবেন ২জন তার বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ জনের, রায়ঘাটিতে নিয়োগ প্রাপ্ত হবেন ২ জন,তার বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ জনের, মৌগাছিতে নিয়োগ প্রাপ্ত হবেন ৩ জন,তার বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ জনের,বাকশিমইলে নিয়োগ প্রাপ্ত হবেন ৩ জন,তার বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ জনের,জাহানাবাদে নিয়োগ প্রাপ্ত হবেন ২জন,তার বিপরীতে আবেদন জমা পড়েছে ৪জনের,এবং কেশরহাট পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগ প্রাপ্ত হবেন ৬জন,তার বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ জনের।
এই বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য বান্ধব, এবং ওএমএস কমিটির সদস্য সচিব নুরুন্নবী বলেন,খাদ্য কমিটি যাচাই বাচাই করে ডিলার নিয়োগ দেওয়া হবে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য বান্ধব এবং ওএমএস কমিটির সভাপতি আয়শা সিদ্দিকা বলেন,সরকারি নীতিমালা আলোকে যাচাই বাছাই শেষে বৈধ আবেদনকারীদের মধ্যে থেকে প্রকাশ্যে লটারি করে খাদ্য বান্ধব এবং ওএমএস ডিলার নিয়োগ দেয়া হবে।