রাণীশংকৈলে ৭ জন ভিক্ষুক কে পুনবার্সন


রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 11-11-2024

রাণীশংকৈলে ৭ জন ভিক্ষুক কে পুনবার্সন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল  উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১১ নভেম্বর ) ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ৭জন ব্যক্তি কে নতুন পেশায় নিয়োজিত করতে তাদের প্রতিজন কে ৬০ হাজার টাকা করে পুনবার্সন করা হয়েছে। নতুন পেশা হিসেবে উপকারভোগী ৭ জন ব্যক্তির মধ্যে চার জন কে ব্যাটারি চালিত ভ্যান,ও তিন জনকে মুনিহাড়ি দোকান করে দেওয়া হয়।

উপকার ভোগী ব্যক্তিরা হলেন,উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝারী গ্রামের আমিনা, লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের মাজেরা খাতুন,কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামের জবাইদুর রহমান, রাতোর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের ইউসুফ আলী, নেকমরদ ইউনিয়নের করনাইট গ্রামের হরসাদু রাম,হোসেনগাও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের সুনীল চন্দ্র বর্মন ও বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের বুধু রাম। 

এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সমাজসেবা অফিসার আব্দুর রহিম,উপজেলা বিএনপি`র সভাপতি আতাউর রহমান, জামায়াতে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রফিকুল ইসলাম,পৌর বিএনপি`র সাধারণ সম্পাদক মহসিন আলী,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সম্পাদক বিপ্লব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

আর নয় ভিক্ষা কর্মই হোক দীক্ষা  এ প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আপনারা আর ভিক্ষাবৃত্তি করবে না, আজ থেকে আপনারা নতুন পেশায় নিয়োজিত হলেন। আর পুনরায় যদি ভিক্ষাবৃত্তি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]