ফুলবাড়ীতে মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক সাদ্দাম


কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 09-11-2024

ফুলবাড়ীতে মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক সাদ্দাম

দিনাজপুরের ফুলবাড়ীতে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে সাউন্ড পরিচালনাকালে ৬বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন সাদ্দাম (৩২) নামের সাউন্ড অপারেটরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ধর্ষণ চেষ্টার বিষয়টি জানতে পেয়ে স্থানীয় জনগণ অভিযুক্ত সাদ্দামকে গণপিটুনি দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আটক আনোয়ার হোসেন সাদ্দাম পৌর এলাকার চকচকা গ্রামের পৌর কর্মচারী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মোশারফ হোসেনের ছেলে। সে পেশায় সাউন্ড অপারেটর।

মামলার বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (নয়াপাড়া) গ্রামে জামেরিয়া বালিকা ক্বাওমি মাদ্রাসা নামে একটি নতুন মাদ্রাসা চালুকরণ উপলক্ষে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে সাউন্ড অপারেটিং করছিল অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দাম। এসময় সেখানে ৬ বছর বয়সী একটি কন্যা শিশু (ভিকটিম) বেড়াতে এলে তাকে চকলেট, বাদামসহ নানা প্রলোভন দেখায় সাদ্দাম। পরে সন্ধ্যা ৬টায় ওই শিশুকে কৌশলে ডেকে মাদ্রাসার পরিত্যক্ত একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি সাদ্দামের হাতে কামড় দিয়ে চিৎকার কারণে ঘটনাস্থল থেকে পালিয়ে সাদ্দাম মাহফিল চত্বরে আসে। এসময় ভিকটিম বাড়িতে জানালে তার পরিবারসহ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মাহফিল চত্বরে থাকা অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামকে গণপিটুনি দেন। এসময় মাহফিলের আনুষ্ঠানিকতাও বন্ধ হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে ওইদিন রাত সাড়ে ৯টায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন ও দমন আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মুহিব্বুল বলেন, ধর্ষণ চেষ্টা ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন ও দমন আইনে শুক্রবার (৮নভেম্বর ) রাতে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৭। মামলা পেয়ে শনিবার সকালে অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]