মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন


মান্দা (নওগাঁ) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 07-11-2024

মান্দায়  অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে  এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বানডুবি বাজার হতে মদনচকের দও পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন  শ্রেণী পেশার প্রায় শতাধিক লোকজন অংশ নেয়।

এসময় তালিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফজলুর রহমান,আজিজুল হক (ওয়ালটন বাবু),আব্দুল মান্নান, মোস্তাফিজুর রহমান পলিন,মুজাহিদ,আতাউর রহমান,আলমগীর হোসেন, রনজিৎ কুমার,সোহাগ এবং মমিন রাব্বী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়মবর্হিভূতভাবে আত্রাই নদীর মদনচক ও লক্ষীরামপুর মৌজায় অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছেন। এতে নদী তীরবর্তী হাট বাজার,মসজিদ,মাদ্রাসা,মন্দির,একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি জমি,বসতবাড়ী ও অভয়াশ্রম নদীগর্ভে  বিলিন হওয়ার উপক্রম। এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করার পরেও কোন প্রতিকার না পাওয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে ।        


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]