২৩ রানের মধ্যে ৮ উইকেট খুইয়ে হারল বাংলাদেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2024

২৩ রানের মধ্যে ৮ উইকেট খুইয়ে হারল বাংলাদেশ

আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থানটা ভালোই ছিল। ২ উইকেটে ১২০ রান তুলেছিল টাইগাররা। আল্লাহ গজনফরের ঘূর্ণিতে পরের ২৩ রান তুলতেই ধ্বস নেমে আসে বাংলাদেশ শিবিরে।

বাংলাদেশ অলআউট হয়েছে ১৪৩ রানে। আফগানিস্তানের ২৩৫ রানের জবাবে ৯২ রানে হেরেছে তারা।

১২০ রান তোলার পর নাজমুল হোসেন শান্তকে দিয়ে শুরু। বড় ইনিংসের দিকে এগোতে থাকা টাইগার ওপেনার ৪৭ রানে মোহাম্মদ নবির বলে হাশমতউল্লাহ শহিদীকে ক্যাচ দেন। ১৩২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান মিরাজ। তানজিদ তামিমের উইকেট নেয়া গজনফরই তাকে শিকারে পরিণত করেন। মিরাজ করেন ২৮ রান।


এরপর বাংলাদেশের ব্যাটিং চিত্রটা খুবই বিবর্ণ। মাহমুদউল্লাহ রিয়াদ রশিদ খানের বলে বোল্ড হন। মুশফিকুর রহিম গজনফরের ক্যারম বল এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন। এ রহস্য স্পিনারের শিকার হন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাওহীদ হৃদয়কে ফেরান রশিদ। হৃদয় করেন ১১ রান।

৬ উইকেট নিতে মাত্র ২৬ রান খরচ করেৃন গজনফর। রশিদ ২ ও নবি নেন ১ উইকেট।


এর আগে টাইগারদের ২৩৬ রানের লক্ষ্য দেয় আফগানরা। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের তোপে ৭১ রানে ৫ উইকেট হারালেও দলপতি শহিদী ও মোহাম্মদ নবির ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। বিপর্যয় সামলে ১০৪ রানের জুটি গড়েন নবি-শহিদী। ৫২ রান করে ফিজের বলে ইনসাইড এজ হয়ে স্টাম্প হারান এ ব্যাটার।


রশিদ খান খুব বেশিক্ষণ ক্রিজে ছিলেন না। ১০ রান তাসকিনের ওভারে ফিজকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। নবি এরপর জুটি বাঁধেন নাঙ্গেলিয়া খারোতেকে নিয়ে নবি ৭৯ বলে ৪ চার ও ৩ ছয়ে করেন ৮৪ রান। খারোতের ব্যাট থেকে আসে ২৭।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]