ক্লাশ ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মাপারে আড্ডা, ধরতে মাঠে ডিবি


ইব্রাহীম হোসেন সম্রাট: , আপডেট করা হয়েছে : 07-11-2024

ক্লাশ ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মাপারে আড্ডা, ধরতে মাঠে ডিবি

রাজশাহীতে ক্লাশ ফাঁকি দিয়ে আড্ডায় মেতে থাকা শিক্ষার্থীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এমন অভিযান শুরু করেছে। দুই দিনে ১৯ শিক্ষার্থীকে আটকের পর দেওয়া হয়েছে অভিভাবকের জিম্মায়।




মহানগরীর পদ্মাপারে গেলেই অল্পবয়সি শিক্ষার্থীদের আড্ডা চোখে পড়ে। বড়কুঠি, পাঠানপাড়া, লালনশাহ মুক্তমঞ্চ, শিমলা পার্ক ও পুলিশ লাইন্স এলাকায় রোজই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় স্কুল-কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের আড্ডা। তাদের অনেকে জড়িয়ে পড়ে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডেও। তাই এদের ধরতেই এবার মাঠে নেমেছে পুলিশ।




আড্ডা দেওয়া শিক্ষার্থীদের ধরে ধরে নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। তারপর ডাকা হচ্ছে অভিভাবকদের। আর কখনো ক্লাশ ফাঁকি দিয়ে আড্ডা দেবে না- এমন মুচলেকা নিয়ে তাদের দেওয়া হচ্ছে অভিভাবকের জিম্মায়। আরএমপির ডিবি পুলিশ দুই দিনে এমন ১৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়েছে।




বুধবার সন্ধ্যায় আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপারে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পদ্মাপার থেকে এই শিক্ষার্থীদের আটক করা হয়।




আগের দিন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল পদ্মাপারের শিমলা পার্ক থেকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে এই শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নেওয়া হয়। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয় বলেও পুলিশ জানায়।




সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ক্লাশ চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল এবং কলেজ ফাঁকি দিয়ে পার্কে ও পদ্মাপারে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছু দিন থেকেই পাচ্ছেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ এমন অভিযান শুরু করেছে। পার্ক ও পদ্মাপারের আড্ডা থামাতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]