ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত চারজনকে প্রাথমিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের জনসংযোগ অফিস বুধবার এ তথ্য জানিয়েছে।
এই রায় ইরানের ওরুমিয়েহ বিপ্লবী আদালত কর্তৃক ঘোষণা করা হয়।
এদিন বিচার বিভাগের জনসংযোগ অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই চারজনের মধ্যে তিনজনকে একটি মামলায় এবং অন্য একজনকে আলাদা একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
এদের বিরুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা এবং ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, অভিযুক্তদের মধ্যে তিনজন ইরানের বিখ্যাত বিজ্ঞানী শহিদ মোহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামাদি দেশে প্রবেশ করানোর কাজে যুক্ত ছিল। তারা ইসরাইলের মোসাদ নেটওয়ার্ককে এই কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থার প্রধান মোহসেন ফখরিজাদেহ ২০২০ সালের ২৭ নভেম্বর তেহরান প্রদেশের দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরে একটি সন্ত্রাসী হামলায় নিহত হন।
এই মামলার আসামিরা মোসাদের মাধ্যমে পরিকল্পনা ও সরঞ্জাম সরবরাহে সহায়তা করে বলে অভিযোগ করা হয়েছে। সূত্র: ইরনা