৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 05-11-2024

৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে ৬ দফা দাবি বাস্তবায়নে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 
এ কর্মসূচি পালনকালে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা জানান, তাদের ৬টি দফা হলো– স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগে ব্যবস্থা করা, ২০১৩ সালের স্থগিত নিয়োগ পুনরায় চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ, নিয়োগবিধি ও স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]